Monday, October 20, 2025
Homeকলকাতাডঃ গীতাঞ্জলি মুখার্জীর জন্মদিনে খুদে ছাত্র-ছাত্রীদের বিশেষ আয়োজন

ডঃ গীতাঞ্জলি মুখার্জীর জন্মদিনে খুদে ছাত্র-ছাত্রীদের বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ :৯ই সেপ্টেম্বর সমাজসেবী ও শিক্ষাবিদ ডঃ গীতাঞ্জলি মুখার্জীর জন্মদিন পালিত হলো এক উজ্জ্বল অনুষ্ঠানে। গ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ ও গ্লিনবার্নি স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা ভিড় জমালেন তাঁর বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে।

রঙিন বেলুন, উপহার ও শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে পরিবেশ। উৎসবমুখর আবহে ৪৮ বছরে পদার্পণ করলেন ডঃ মুখার্জী।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের রূপান্তর, শিক্ষকদের ক্ষমতায়ন এবং মূল্যভিত্তিক শিক্ষার প্রসারে তাঁর নিরলস কাজ প্রশংসিত হয়েছে বারবার। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এর স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংস্থা থেকে পেয়েছেন একাধিক সম্মাননা।

শিক্ষাবিদ ও সমাজকর্মীদের মতে, ডঃ গীতাঞ্জলি মুখার্জী সত্যিই “পরিবর্তনের অগ্রদূত”। সকলের একটাই কামনা— তিনি সুস্থ থেকে আগামী দিনে আরও অনুপ্রেরণা ছড়িয়ে দিন সমাজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments