নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :২৩শে ডিসেম্বর “AA ফিল্ম প্রোডাকশন ” নিবেদিত ‘জল্লাদ দ্যা ওয়ারিয়র’ সিনেমার গান রিলিজ করেছে রিপাবলিক বার-এ
খুব শ্রীঘ্রই মুক্তি পেতে চলেছে পূর্ণ দৈর্ঘ্যর বাংলা সিনেমা। এই সিনেমাতে ৪ টে গান শুনতে পাবেন একটা আইটেম গান সহ রোমান্টিক গান। এই গানগুলো দর্শকরা ইউটুবে দেখতে পাবে। ইতিমধ্যেই এই সিনেমার আইটেম গান ‘বাবুলাল ‘ দর্শকদের মন কেরেছে। গানের শুটিং হয়েছে লাদাখসহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে।
পরিচালক -অভিজিৎ বণিক
গানের মিউজিক ডিরেক্টর এবং লিরিক্স লিখেছেন -সৌমিত্র কুন্ডু।
Dop: সায়ন্তন নস্কর। হিরো এবং হিরোইন : অভিজিৎ ও ময়ূরী,রনিত ও রাখি
এই সিনেমার মুখ্য চরিত্রতে আছেন রজতাভ দত্ত,সুমিত গাঙ্গুলি,দেবরাজ মুখার্জী, দেবাশীষ গাঙ্গুলী
,অচ্যুত চ্যাটার্জী,আনিশ খান,শাহীদ খান,অভিজিৎ বণিক, ময়ূরী,রনিত ও রাখি।
সংগীত শিল্পীরা হলেন সুমন সাহা,অন্তরা চক্রবর্তী,ববিতা রায়,মিঠুন চক্রবর্তী ,সুজাতা নন্দী।
বিশেষ ধন্যবাদ: রাহুল সিংহ।