সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি থিয়েটার হলে মুক্তি পেলো পরিচালক ইন্দ্রনীল সরকারের নতুন ডকুমেন্টারি ফিল্ম ” দা ওয়ার্কার পার্ট টু”। মূলত হাতির সাথে মাহুতের সম্পর্কের কথা বলা হয়েছে এই ফিল্মটিতে। পার্বতী বড়ুয়া, যিনি সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন, তিনি তার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন পুরো ফিল্ম জুড়ে। সিনেমা প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অতনু কুমার রাহা, প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়ের মত স্বনামধন্য ব্যক্তিত্বেরা। সিনেমাটির প্রযোজনা করেছেন যথাক্রমে মানবেন্দ্র চ্যাটার্জি এবং ইন্দ্রনীল সরকার, মিউজিক দিয়েছেন তপন সিনহা, অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন চন্দ্রিমা রয়, এবং সম্পাদনা করেছেন রিভু ভৌমিক। বিশ্বের প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়ার ওপর নির্মিত এই ডকুমেন্টারি ফিল্মটি দর্শকদের মনে জায়গা করে নেবে এটা আশা করাই যায়।