নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :OSF এবছরের এক অভিনব ক্যালেন্ডার শুট করলো যেখানে ছিল না কোন বয়সের বাঁধা।এই শুট -এ মোট ১২ জন মডেল কে নিয়ে ফটোশুট করা হয়েছে ।ইংরেজি ক্যালেন্ডার ২০২৫-এর ১২ মাসের ১২ টা পাতায় ১২ জন মডেলের ছবি থাকবে।
এই ১২ জন মডেল এসেছে ঝারখান্ড বর্ধমান সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে। ফটোগ্রাফি দায়িত্বে ছিল অমিত মুখার্জি এবং মেকআপ আর্টিস্টের দায়িত্বে ছিল সুমিত সুপূ এই শুট-এ অংশগ্রহণকারীরা খুবই খুশি ভবিষ্যতে OSF-এর সাথে আরো কাজ করতে চায়।আগামী ২১ তারিখে নতুন বছর ২০২৫ ক্যালেন্ডার প্রকাশ হতে চলেছে।
মিডিয়া পার্টনাররা হলো -সিনেমা ও সাহিত্য, News Bharat 24hrs এবং সল্টলেকবার্তা।