Thursday, June 19, 2025
Homeখবর"অন্নদা শংকর রায়" স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রবীন্দ্র...

“অন্নদা শংকর রায়” স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল

৩রা জুন অবনীন্দ্র সভাঘরে “অনন্য অন্নদা শংকর রায় এক্সেলেন্সী অ্যাওয়ার্ড” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলার কিংবদন্তি ছড়াকার অন্নদা শংকর। বাংলার নবজাগরণের শেষ প্রতিনিধি বাংলা সাহিত্যে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে।

অনন্য অন্নদাশঙ্কর রায় এক্সেলেন্সি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল ।

ওই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু খ্যাতিমান লেখক, কবি, সাহিত্যিক, গায়ক, বাচিক শিল্পী ও পত্রিকা সম্পাদক।

ড: সমীর শীল জানান সকল ভালো মানুষের কাছে আমার একান্ত আবেদন আসুন আমরা সবাই আলোয় থাকি। ভালোয় থাকি, বাংলায় থাকি, বাঙালিয়ানায় থাকি এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকি।

পুরস্কার প্রাপ্ত ডঃ সমীর শীল তার দীর্ঘ অন্নদা শংকর রায় স্মারক বক্তৃতায় অন্নদা শংকর রায়ের রবীন্দ্র পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের অঙ্গনে বিভিন্ন দিক তুলে ধরেন, যেমন তার ভ্রমণ কাহিনী, তার এপিক উপন্যাস, তার ছোট গল্প এবং সর্বোপরি তার অসাধারণ ছড়াকার পরিচয়।

বক্তব্যের শেষে ডঃ সমীর শীল কিংবদন্তি ছড়াকার অন্নদা শংকর রায় কে নিয়ে স্বরচিত একটি কবিতা পাঠ করেন যা উপস্থিত শ্রোতাদের করতালি মুখরিত হয় যা সত্যি প্রশংসার দাবি রাখে।

এদিন ‘কবি জয়দেব কথা’ ও ‘মানুষ নামের নীড়ে’ দুটি বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।

নন্দনের অবনীন্দ্র সভাঘরে Literary, Cultural and Social Forum এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিমল কুমার থান্দার, কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, ড. অমলকান্তি রায়, ড. বিবেকানন্দ চক্রবর্তী, ড.সমীর শীল ও সাহিত্যিক সুকুমার রুইদাস  ৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন আচার্য দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী দেবকন্যা সেন ৷

LCSF অর্থাৎ লিটারাল কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরাম– এর চেয়ারপারসন আশিস বসাক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments