Sunday, July 20, 2025
Homeখবরআদর্শনগর সার্বজনীন দূর্গাপূজা সমিতির খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব ২০২৫-এর সূচনা।

আদর্শনগর সার্বজনীন দূর্গাপূজা সমিতির খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব ২০২৫-এর সূচনা।

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :আগরপাড়া, ১৫ জুন ২০২৫: দুর্গাপূজা মানেই বাঙালির আবেগ, তারই আনুষ্ঠানিক সূচনা ঘটল আদর্শনগর সার্বজনীন দূর্গাপূজা সমিতির খুঁটি পূজার মধ্য দিয়ে। রোববার আয়োজিত এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন, আয়োজকরা এবং উৎসাহী এলাকাবাসী। শুরু হয়ে গেল দুর্গোৎসব ২০২৫-এর প্রস্তুতির প্রতিটি পর্ব—প্রতিমা নির্মাণ থেকে প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ।
এ বছরের পূজায় সৃজনশীলতায় ভরপুর ভাবনা নিয়ে হাজির হয়েছেন খ্যাতনামা প্রতিমাশিল্পী পার্থ মাইতি। তাঁর থিম ও শিল্পশৈলীতে আগেও জেলার বিভিন্ন পুজোয় দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন। আয়োজকদের দাবি, “এবারের থিম এমন এক অভিজ্ঞতা হবে যা দর্শনার্থীদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে। পার্থ মাইতির হাত ধরে আগরপাড়া নামটা এখন জেলা জুড়েই পরিচিত।”প্যান্ডেল এবং পূজা মণ্ডপে আবহ সৃষ্টি করবেন সৌরভ ঘোষ, অভিক মুখার্জী, শুভেন্দু আচার্য এবং রমেন মাইতি। পূজার বিষয়ভাবনা ও গবেষণার দায়িত্বে রয়েছেন সুমন্ত আদিত্য, যিনি পূজার মূল ভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবেন বলে আশাবাদী আয়োজকরা।খুঁটি পূজার মাধ্যমে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ধাপ পরিকল্পনা মাফিক এগোবে। এবারের আদর্শনগরের দুর্গোৎসব শুধু থিম বা সাজসজ্জা নয়, এক ভিন্ন মাত্রার সাংস্কৃতিক ও আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments