নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :নিউ ষ্টার এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস প্রযোজিত ও নিবেদিত শুভঙ্কর দাসের ছবি ‘পান্ডুলিপি’ মুক্তি পেতে চলেছে খুব শ্রীঘ্রই। ছবিটির পেক্ষাপট আজকের বাস্তব চিত্রকে ঘিরে। একজন লেখক বা শিল্পীর জীবনটা কতটা প্যাথেটিক তা এই ছবিতে ফুটিয়ে তুলতে চেয়েছেন ছবির পরিচালক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র। এ ছাড়াও রয়েছেন অনামিকা সাহা, শ্রাবন্তী মালাকার, গোড়া ধর, ভোলা তামাং, কবি কৃষ্ণা বসু, অচ্যুত চ্যাটার্জী, দেবযানী দাশগুপ্ত, সুভাষ চ্যাটার্জী, শিবাজী চৌধুরী, মৃত্যুঞ্জয় সাউ, নবগতা শুভ শীল, সণজিৎ, আশীষ, স্বাগতা, দেবর্ষি ও শুভঙ্কর দাস প্রমুখ।এই ছবিতে প্রায় পঞ্চাশ জনেরও বেশি চরিত্র দেখা যাবে। সিনেমাতে পাঁচটি গান রয়েছে গানের কথা এবং সুর মুগ্ধ করবে দর্শকদের ।
ছবির চিত্রগ্রহণ করেছেন জগন্নাথ কর্মকার, সম্পাদনায় : শুভঙ্কর দে । সঙ্গীত : অমিত ঘোষ। ছবিতে গান গেয়েছেন বিক্রমজিৎ বাউলিয়া ও সোহিনী সাথী। ছবিটির পটভূমি সাবেকিয়ানা বাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছে । শুটিং দৃশ্য হুগলী, হওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিন ২৪ পরগনা এই চার জেলার নানান প্রাকৃতিক পরিবেশে ।
আজকের সমাজে নেট দুনিয়া সোসাল মাধ্যম খুব একটিভ তার কবলে পরে আধুনিকতার যেমন সুফল ঠিক তেমনি কুফল লক্ষ করা যাচ্ছে এই বাস্তবতাকেই পরিচালক ফুটিয়ে তুলেবে এই ছবিতে।”আজকের দিনে মানুষ পড়তে ভালোবাসেনা, দেখতে ভালোবাসে ” এমনি বক্তব্য এই ছবিতে।
পরিচালকের কথায় জানা যাচ্ছে অনেক দিন পর আবার বাঙালি দর্শক একটি ভিন্ন স্বাদের সিনেমা দেখবেন । এবং শিক্ষা লাভ করবেন ।
সমাজ ও সামাজিক দিক ঠিক রেখেই দর্শকের মনোরঞ্জন কোনো অংশে যাতে কম না হোয়ে যায় সেই দিকে গুরুত্ব দিয়েছেন ছবির প্রযোজক ও পরিচালক । নিউ ষ্টার এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউসের ছোটোবড়ো মিলিয়ে প্রায় তিনশোটিরো বেশি কাজ রিলিজ হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটুবের মত প্লাটফর্ম-এ ।