ফার্নিকুইন ফার্নিচার কর্ণধর চঞ্চল ঘোষ, জানালেন একই ছাদের তলায়, তিন রকমের আইটেম পাওয়া যাবে, এক নম্বর ইলেকট্রনিক্স, দু’নম্বর জুয়েলারি, ও তিন নম্বর, সব রকমের ফার্নিচার, ১৫ই ডিসেম্বর কাঁচরাপাড়ার মোড়ে আরও একটি ফার্নিকুইন ফার্নিচার, আউটলেট করলেন, এই আউটলেট-এর উদ্বোধন করলেন, বিখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি।এই আউটলেট এর কর্ণধর চঞ্চল ঘোষ জানালেন, অল্প খরচে সব পাওয়া যাবে, এবং যেকোনো বিয়ের অনুষ্ঠানের জন্য প্যাকেজিং সিস্টেম আছে, কেউ যদি ফ্ল্যাট সাজাতে চান সেই প্যাকেজিং -এর আলাদা সুবিধা পাবেন ক্রেতারা মিলবে জিরো ইন্টারেস্টে ই এম আই।ফার্নিকুইন ফার্নিচার শোরুম সারা বাংলা জুড়ে ইতিমধ্যে আটটি জেলায় তারা ওপেনিং করেছেন। পরবর্তীকালে বিভিন্ন জেলায় তাদের আউটলেট ওপেনিং করবেন।বিয়ে হোক কিংবা সাধের ঘর সাজানো কম খরচে বেশি আকর্ষনিয়ো প্রোডাক্ট পেতে কিন্তু আদৰ্শ শপ ফার্নিকুইন ফার্নিচার শপ।