Monday, January 20, 2025
Homeকলকাতাসৃষ্টিসুখ প্রোডাকশন-এর প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেলো।

সৃষ্টিসুখ প্রোডাকশন-এর প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেলো।

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :’সৃষ্টিসুখ প্রোডাকশন’ দীর্ঘদিন শর্টফিল্ম এবং গানের এ্যালবাম করেছে,এই প্রথম ওয়েব সিরিজ করলেন। ১৫ই ডিসেম্বর সৃষ্টিসুখ প্রোডাকশন-এর প্রথম সিরিজ ‘অন্তর্জাল’-এর ১ম পর্ব মুক্তি পেলো।
একটি সাধারণ মেয়ে সঙ্গ দোষে আধুনিক হয়ে ওঠার গল্প। প্রেম করা এবং তারপরে একদিন হঠাৎ মৃত্যু, এটা সুইসাইড নাকি খুন ??টান টান উত্তেজনা নিয়ে থ্রিলার। ধাপে ধাপে কয়েকটা এপিসোড দেখা যাবে এই সিরিজে। প্রত্যেকটা এপিসডে থাকবে নতুন চমক,প্রথম পর্বে শুধুই প্রশ্ন পাবেন তার উত্তর খুঁজতে পরবর্তী পর্ব দেখতেই হবে। অন্তর্জাল’-এর ট্রেলার এবং সিরিজ দেখতে পাবেন সৃষ্টিসুখ-এর নিজস্ব ইউটিউব এবং ফেইসবুক পেজে।
কাস্ট—সোমনাথ মাইতি, কোয়েনা পান্ডা,সন্তপ্ত দে,দেবারতি মাইতি,সঞ্চিতা প্রধান, চন্দন প্রধান, আঁখি মহাপাত্র,পিহু মাইতি, অতনু মন্ডল, কাবেরি পান্ডা, সৌমেন দিন্দা।
স্ক্রিপ্ট — অয়ন্তিকা সুইন, নির্দেশনা — দেবরুপম করণ
ডি.ও. পি -শোভন পাহাড়ি, সম্পাদনা-দীপক পল, স্পর্শ-চন্দন করণ,প্রযোজনা- সৃষ্টিসুখ, প্রচার- টিম এসএস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments