
নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, কোলকাতা :দীপাবলির উৎসবের আগেই শিল্প ও ফ্যাশনের দুনিয়ায় ঝলক নিয়ে এল অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট। পরিচালনায় অভিষেক দত্ত, নির্দেশনায় অভিষেক দত্ত ও শুভ মল্লিকের সহযোগিতায় সম্পন্ন হল এবছরের বিশেষ আয়োজন—‘রয়েল কনসেপ্ট দীপাবলি ফটোশুট ২০২৫’।
স্বরাগিনি ব্র্যান্ডের ডিজাইনার স্বরাজ–এর রয়েল কালেকশনে সেজে উঠেছিলেন সারা বাংলার ২৫ জন মডেল। শুটটি অনুষ্ঠিত হয় সাই শ্রী স্টুডিওতে। ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন সুরজিৎ পাল ও রনিত কর্মকার, আর সাজসজ্জার দায়িত্ব সামলায় স্টুডিও প্রো একাডেমি, যাদবপুর।
অভিষেক দত্ত জানিয়েছেন, “প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য আমরা নিয়ে এসেছি এক অনন্য উপহার। খুব শিগগিরই এই ফটোশুটের ছবি ও ভিডিও প্রকাশ পেতে চলেছে।”
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বহু নবাগত ও অভিজ্ঞ মডেল সারা বছর ধরে কাজের সুযোগ পাচ্ছেন এবং কলকাতার ফ্যাশন জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সামনে আরও চমকপ্রদ প্রজেক্ট নিয়ে হাজির হবে তারা।
দীপাবলির প্রাক্কালে কর্ণধার অভিষেক দত্ত সকলকে জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর কথায়,
“আলোর উৎসবে হিংসা, বাধা-বিপত্তি দূরে সরিয়ে আমরা যেন পরস্পরের জীবনে আলো ছড়িয়ে দিতে পারি আমাদের সৎ কাজের মাধ্যমে।”
নতুন অভিনেতা ও শিল্পীদের জন্যও সুযোগ খোলা আছে।
যোগাযোগ: ☎️ ৮৯১০৮৯৬৮৫৯

