নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :১৬ জুন বর্ষার আগমনী বার্তা নিয়ে মহাজাতি সদনে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন জাহ্নবী-র দ্বিতীয় নিবেদিত অনুষ্ঠান “আবার এসেছে আষাঢ়”। এই সৃষ্টিশীল এবং হৃদয়গ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যা মুগ্ধ করেছে শ্রোতা ও দর্শকদের।
অনুষ্ঠানের সূচনা হয় জাহ্নবীর কর্ণধার ঊষসী সেনগুপ্তর একক আবৃত্তির মধ্য দিয়ে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজল সুর-ও তাঁর একক আবৃত্তিতে শ্রোতাদের মুগ্ধ করেন।সঙ্গীত পরিবেশনার দিকটি সমৃদ্ধ করে তুলেছেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংশুক রায়। একক সঙ্গীত পরিবেশনার পাশাপাশি তিনি সমবেত রবীন্দ্রসঙ্গীতের পরিচালনার দায়িত্বও পালন করেন। সমবেত পরিবেশনায় অংশ নেন হংসধ্বনি মিউজিকাল আকাদেমী-র রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশেষ সংবর্ধনা জ্ঞাপন পর্ব। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রশাসক গৌরাঙ্গ বিহারী রায়ের অনুপস্থিতিতে, সেই সম্মাননা তাঁর পুত্র কিংশুক রায়ের হাতে তুলে দেন আয়োজকেরা।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী সলিলেন্দু ভট্টাচার্য এবং মহাজাতি সদনের আধিকারিক নুরুল হুদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যন্ত্রসঙ্গীতে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (কি-বোর্ড), অমিত গোস্বামী (তবলা) এবং বিক্রম চক্রবর্তী (পারকাশন)। অনুষ্ঠানটির পরিকল্পনা ও ভাবনায় ছিলেন ঊষসী সেনগুপ্ত এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৌ শুহ।
ঋতুর আবেশে, শিল্পীদের নিবেদন এবং আবেগঘন পরিবেশনা মিলিয়ে “আবার এসেছে আষাঢ়” এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যায় রূপ নেয়, যা উপস্থিত সকলের মনে এক দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়।