Wednesday, November 12, 2025
Homeখবরএস বি আই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের ছদ্মবেশে থাকা সাইবার অপরাধীদের অজানা...

এস বি আই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের ছদ্মবেশে থাকা সাইবার অপরাধীদের অজানা নম্বর থেকে কল পেয়ে শ্যামনগরের মনোহর তেজ সোনেং নিজের ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিয়েছিলেন

এস বি আই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের ছদ্মবেশে থাকা সাইবার অপরাধীদের অজানা নম্বর থেকে কল পেয়ে শ্যামনগরের মনোহর তেজ সোনেং নিজের ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিয়েছিলেন। সাথে সাথে সাইবার অপরাধীরা তার অ্যাকাউন্ট থেকে 4,58,999/- টাকা তুলেও নেয়। মনোহর তেজ সোনেংয়ের অভিযোগের ভিত্তিতে বাসুদেবপুর থানা মামলা দায়ের করে তদন্তে নেমে 1,24,424 টাকা ফিরিয়ে দিয়েছে। সবং থেকে সবুজ ভূঁইয়াকে ও পটাশপুর থেকে সুরজিৎ জানাকে গ্রেপ্তার করেছে। দুজনকে আদালতে পাঠিয়ে 6 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments