নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ,কলকাতা:১৫ই ফেব্রুয়ারি: আইসিসিআর অডিটোরিয়ামে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অদিতি ব্যানার্জীর উপস্থাপনায় অনুষ্ঠিত হলো ‘মেলোডি ইভিনিং প্রেজেন্টস মিউজিক্যাল এক্সট্রাভাগানজা’। বাবার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই সঙ্গীতসন্ধ্যায় বলিউড ও টলিউডের জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পীরা।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শাকিল আনসারী। সঙ্গীত পরিবেশনায় অংশ নেন সোমনাথ বিশ্বাস (সোম), অদিতি ব্যানার্জী, দেবারতি দাসগুপ্ত সরকার, অন্তরা ভট্টাচার্য, প্রমোদ সিং, সৌরভ এবং সঙ্গীত মাধুরী গ্রুপ। অদিতি ব্যানার্জী নিজেও মঞ্চে সুরের জাদু ছড়িয়ে শ্রোতাদের হৃদয় স্পর্শ করেন।
প্রসঙ্গত, অদিতি ব্যানার্জী প্রতি বছর দু’বার ক্লাসিক্যাল ও কমার্শিয়াল মেলোডি ইভিনিং আয়োজন করে থাকেন, যেখানে সঙ্গীতশিল্পীরা বলিউড ও টলিউডের গান পরিবেশন করেন। ভবিষ্যতেও তিনি শ্রোতাদের জন্য এমন সঙ্গীতানুষ্ঠান উপহার দেওয়ার পরিকল্পনা করছেন।