Sunday, July 20, 2025
Homeকলকাতাকলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানার্স অ্যাসোসিয়েশন সংকটে, সরকারকে পাশে থাকার আবেদন।

কলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানার্স অ্যাসোসিয়েশন সংকটে, সরকারকে পাশে থাকার আবেদন।

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ,কলকাতা, ২১শে ফেব্রুয়ারি: ভারতের চামড়া শিল্প বিশ্বের মোট চামড়ার প্রায় ১২.৯ শতাংশ উৎপাদন করে, যার একটি বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে আসে। কিন্তু সাম্প্রতিক সময়ে কলকাতা লেদার কমপ্লেক্সের (CLC) ট্যানার্স অ্যাসোসিয়েশন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের ট্যানার্স উৎপাদন সংকটে পড়েছে। ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে উঠেছে এবং এর ফলে শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।সংগঠনের তরফ থেকে সরকারকে এই সংকট নিরসনের জন্য দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। তাঁরা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির অধীনে ট্যানার্সদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন।

ট্যানিং প্রক্রিয়ায় রাসায়নিক ব্যবহারের ফলে পরিবেশগত সমস্যা দেখা দেওয়ায় পূর্বে বসবাসকারীদের কলকাতা থেকে বানতলায় সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সিএলসি ট্যানার্সদের জমিতে অবৈধ প্রোমোটিং চলছে, যা ব্যবসার পরিকাঠামোকে বিপর্যস্ত করছে।এছাড়াও, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-র উন্নয়ন প্রকল্পের অন্তর্গত রাস্তা সংস্কারের কাজে ব্যাপক অব্যবস্থাপনা দেখা যাচ্ছে।৮০ শতাংশ রাস্তার বেহাল অবস্থা, যার ফলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ট্যানার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে, যাতে শিল্প পুনরুজ্জীবিত হতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ বজায় থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments