নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :১লা মে গুরুজী বিনয় মহারাজের জন্মদিন উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো কলকাতা। সেবাই ধর্ম—এই আদর্শকে ব্রত করে তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা গুরুজী বিনয় মহারাজ খড়দহ বৃদ্ধাশ্রমের প্রায় ৩৫০ জন বৃদ্ধাকে নিজ হাতে শাড়ি উপহার দেন এবং আয়োজন করেন তাদের মন মতো সুস্বাদু ভোজনের।
সিঁথি মোরের দেব ভিলায় মহারাজের জন্মদিন পালন উপলক্ষে এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকা প্রত্যেকেই গুরুজীর ভালোবাসা ও যত্নে আপ্লুত হন। বহু বৃদ্ধা আবেগে কেঁদে ফেলেন এবং বিনয় মহারাজকে আন্তরিক আশীর্বাদ জানান।
এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরুজীর শিষ্য ও অনুগামীরা উপস্থিত ছিলেন। তারা জানান, গুরুজীর পথ অনুসরণ করেই তারা সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতে চান।
সমাজসেবার মাধ্যমে মানুষের পাশে থাকা—এটাই গুরুজী বিনয় মহারাজের জীবনের মূল লক্ষ্য। তার এই প্রয়াস সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।