নিজস্ব প্রতিনিধি(সুজাতা):’ছেলেরা আলাদা থাকলে তবেই বিয়ে করবে’: মিঠু চক্রবর্তীর ব্যতিক্রমী সিদ্ধান্ত!
বাংলার বর্ষীয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী, সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের শোয়ে এসে শাশুড়ি হিসেবে তাঁর এক ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যা শুনে অনেকেই বিস্মিত। নিজে প্রায় ৩০ বছর শাশুড়ির সঙ্গে সংসার করলেও, মিঠু নিজের দুই ছেলের বিয়ের আগেই এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি ছেলেদের ছোট থেকেই বলেছিলেন যে, যদি তারা আলাদা থাকার সামর্থ্য রাখে তবেই যেন বিয়ে করে। তাঁর মতে, ছোট ফ্ল্যাটে একসঙ্গে থাকলে সামান্য বিষয়েও ঝগড়া বা মনোমালিন্য হতে পারে, যা তিনি এড়াতে চেয়েছিলেন।
মিঠু বলেন, “আমি বলেছিলাম উনাকে যে আমি তোমার মত ভাল শাশুড়ি হব এর কোনও গ্যারান্টি নেই।” তিনি ছেলেদের বুঝিয়েছিলেন যে, তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বা বিরক্তি তিনি চান না। অনেক বাঙালি মা তাঁর এই সিদ্ধান্তে বাঁকা চোখে দেখলেও, মিঠু তাঁর অবস্থানে অটল ছিলেন।
মিঠুর দুই ছেলেই মায়ের এই নির্দেশ মেনে চলেছেন বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা মিঠু এখন তাঁর নাতি-নাতনিদের নিয়ে সুখে সময় কাটাচ্ছেন। তাঁর এই সিদ্ধান্ত সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

