সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা: শান্তিনগরে ১৮তম বর্ষে ঐতিহ্যের ছোঁয়া।বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন করছে জীবন সাথী সংঘ। প্রতি বছরের মতো এবছরও সাবেকিয়ানায় ১৮তম বর্ষে এই পূজা আয়োজন করা হয়েছে। সমাজের পাশে থাকার প্রত্যয়ে, “সবার সেবার পাশে” — এই বার্তাকে সামনে রেখেই চলেছে নানা সামাজিক অনুষ্ঠান।পুজোর আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস (পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও জরুরি পরিসেবা দপ্তর)
প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চামেলী নস্কর মণ্ডল,
(পৌরমাতা, বিধাননগর ৩৬ নম্বর ওয়ার্ড)
শুধু উৎসব নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাকেও গুরুত্ব দিয়ে পুজোর দিনেই পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও পূজা উপলক্ষে প্রসাদ ও ভোগ বিতরণ, সিঁদুর খেলাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে উৎসবের আবহ আরও রঙিন হয়ে উঠেছে।

