দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয় একটি সার্ধ শতাব্দী প্রাচীন বিদ্যালয়। লোকশ্রুতি অনুযায়ী যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পদধূলীধন্য বিদ্যালয়। বিদ্যালয় এ কত ছাত্র এসেছে এবং কৃতি হিসেবে বিদায় নিয়েছে বিদ্যালয় থেকে এঁকে দিয়ে গেছে তাদের পদচিহ্ন। রাজ্য তথা দেশের মধ্যে এত প্রাচীন বিদ্যালয় খুব কমই আছে। বিদ্যালয়-এর ছাত্ররা এখন বিদ্যালয় থেকে সম্মানের সাথে উত্তীর্ণ হয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গৌরবান্বিত করে চলেছে নিজের বিদ্যালয় কে। গত ১৬ ই আগস্ট ২০২৪ থেকে আগামী ১৬ই আগস্ট ২০২৫ পর্যন্ত এক বছরব্যাপী চলছে বিভিন্ন কর্মসূচি তারই একটি অঙ্গ পলাশ প্রিয়ার আবাহন। দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয় ১৫০ বছর উপলক্ষে পালিত হলো সরস্বতী পুজো প্রতি বছরের মতো এবছরও স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা দায়িত্ব নিয়ে জাঁকজমকভাবে পুজোর আয়োজন করে। এইবারের সরস্বতী পূজার সাজসজ্জা করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিল্পি অতনু রায়। এই বিদ্যালয়েই আরেক ছাত্র রাজর্ষি মন্ডল বর্তমানে পড়াশোনার পাশাপাশি অভিনয় এবং মডেলিং করছে। রাজর্ষি মন্ডল মাত্র ১৭ বছর বয়সেই বড় বড় পরিচলক ও মডেল এবং অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন। পেয়েছেন তাদের আশীর্বাদ এবং দর্শকদের শুভেচ্ছা।তিনি নিজেও দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের সকল ছাত্র ও বিদ্যালয় প্রধান এর ব্যবহার এবং স্বতঃস্ফূর্ততা সত্যি প্রশংসনীয়।