Sunday, July 20, 2025
Homeকলকাতাদমদম ক্যান্টনমেন্টে সি.পি.ডি.আর. ইন্ডিয়ার বৃহৎ মানবাধিকার সচেতনতা ও সংযোগ অনুষ্ঠান

দমদম ক্যান্টনমেন্টে সি.পি.ডি.আর. ইন্ডিয়ার বৃহৎ মানবাধিকার সচেতনতা ও সংযোগ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ:২৩ জুন ২০২৫ সাধারণ মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল সি.পি.ডি.আর. ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ-এর নেতৃত্বে দমদম ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হল এক বৃহৎ মানবাধিকার সচেতনতা ও পারস্পরিক সংযোগ স্থাপনকারী অনুষ্ঠান।

গণতান্ত্রিক চেতনার প্রসারে এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা নেয় ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা, বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক-শিক্ষিকা, সমাজকর্মী এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে গ্লিনবার্নি টিচার্স ও স্কুলের শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে মানবাধিকার ও নাগরিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতীন্দ্র ঘোষ বলেন, “মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা ছড়িয়ে দেওয়াই আজকের দিনের একান্ত প্রয়োজন। দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য, নিজের অধিকারকে জানা এবং তা রক্ষার জন্য সচেষ্ট থাকা।”

প্রসঙ্গত, সি.পি.ডি.আর. ইন্ডিয়া দেশের অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। সংগঠনের প্রধান কার্যালয় অবস্থিত দমদম ক্যান্টনমেন্টের কৃষি গোপাল মোড়ে।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী দিনে বিভিন্ন অঞ্চলে আরও এমন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে, যাতে গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে মানুষের অংশগ্রহণ আরও জোরদার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments