Thursday, June 19, 2025
Homeকলকাতানবনির্মিত কমিউনিটি হল ও মহিলা শৌচাগার cum বেবি কেয়ার রুমের উদ্বোধন

নবনির্মিত কমিউনিটি হল ও মহিলা শৌচাগার cum বেবি কেয়ার রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ,কলকাতা, ২৯শে মে, ২০২৫, কলকাতার ৭ নম্বর বরো অফিসের উদ্যোগে “কলকাতার ১০ দিগন্ত” প্রকল্পের অধীনে দুটি গুরুত্বপূর্ণ নাগরিক পরিকাঠামোর শুভ উদ্বোধন সম্পন্ন হলো। এই প্রকল্পের লক্ষ্য শহরের পরিকাঠামোগত উন্নয়ন ও নাগরিক পরিষেবার আধুনিকীকরণ।

মির্জা গালিব স্ট্রিটের ৫৫এ ঠিকানায় নবনির্মিত কমিউনিটি হল ‘সুভোনন্দন’-এর শুভ উদ্বোধন করা হয়। এই হলটি স্থানীয় বাসিন্দাদের সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত থাকবে। এটি সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়েছে, যাতে সকল শ্রেণির মানুষ সুবিধা পান।

এছাড়াও, একই দিনে এ জে সি বোস রোডের ৯/১এ ঠিকানায় ‘পাঠকসনিক্সা’ নামে একটি আধুনিক মহিলা শৌচাগার কাম বেবি কেয়ার রুমেরও উদ্বোধন হয়। এই পরিকাঠামো বিশেষভাবে নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে তৈরি করা হয়েছে, যেখানে মায়েরা শিশুদের নিয়ে বিশ্রাম ও যত্ন নিতে পারবেন। এটি শহরের বুকে এক নতুন ধারা সূচিত করল।

উল্লেখযোগ্যভাবে, এই দুটি প্রকল্প “কলকাতার ১০ দিগন্ত” উদ্যোগের অংশ, যা কলকাতা জুড়ে নাগরিক সুবিধার প্রসার এবং উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরো ১২-এর কর্মকর্তারা, স্থানীয় কাউন্সিলরগণ ও সাধারণ মানুষ। সকলে একবাক্যে এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমুখী প্রকল্পের প্রত্যাশা ব্যক্ত করেন।

সবার প্রিয় ও মানুষের পাশে থাকা কাজের মানুষ, পৌরমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জী-র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকলেই। অনুষ্ঠানে মহানাগরিক ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে পৌরমাতার এই মানবিক ও দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানান।

এই প্রকল্প দুটি নিঃসন্দেহে কলকাতার নাগরিক জীবনে এক নতুন দিগন্তের সূচনা করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments