নিজস্ব সংবাদদাতা মৌ ঘোষ:সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (পূর্বনাম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস) ভারতের একটি রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১লা জানুয়ারি তে দমদমে তৃণমূল কার্যালয় রাজীব ভবনের দ্বার নতুন ভাবে উৎঘাটন করলেন এবং পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।২০২৫ সালের শুরুতেই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে ১২নং ওয়ার্ড থেকে ১৭নং ওয়ার্ডের সমস্ত বাচ্চাদের হাতে কেক, টুপি, লজেন্স , খেলনাসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দিলেন ।উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু,উত্তর দমদম ১২নং ওয়ার্ড থেকে ১৭নং ওয়ার্ডের সমস্ত পৌরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,জয়ন্তী সাহা, তন্দ্রা সরকার, সুকান্ত সেনশর্মা,মুনমুন চ্যাটার্জি, বরুণ নন্দি, তৃণমূলের সকল কার্যকর্তারা।