দোলযাত্রা বা হোলি বসন্ত ঋতুর একটি গুরুত্বপূর্ণ উৎসব। কিন্তু আধুনিক সময়ে রঙের ব্যবহারের ফলে এটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। তাই পরিবেশবান্ধব দোলযাত্রার প্রয়োজনীয়তা আজ অনেক বেশি। বর্তমানে বাজারে পাওয়া অনেক রঙে ক্ষতিকর রাসায়নিক থাকে, যা ত্বক, চুল ও শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর। এগুলো মাটিতে মিশে জলদূষণও ঘটায়। প্রাকৃতিক রঙ ব্যবহার করলে এই সমস্যা এড়ানো যায়।এই সম্বন্ধে দোলের পূর্বে বিশেষ বার্তা দিচ্ছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নান্দী চক্রবর্তী (Swati Nandi Chakraborty)