
নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, ২০২৫ – কালী পুজো ফোরামের পক্ষ থেকে বিজেপি যাদবপুর মন্ডল ১-এর ৯৬ নং ওয়ার্ডের শান্তনু সরকার-এর কালী পূজোর দেবীকে ‘রানী মা’ রূপে স্বীকৃতি দেওয়া হলো। এই স্বীকৃতির মাধ্যমে পূজোটি আনুষ্ঠানিকভাবে ফোরামে নথিভুক্ত হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তনু সরকারের পূজোর মা কালী জাগ্রত রূপে পূজিত হন। ভক্তদের বিশ্বাস, যাঁরা আন্তরিক মনে মানত করেন, মা তাঁদের সকল মনস্কামনা পূর্ণ করেন।
এই পূজোকে ফোরামে নথিভুক্ত করার পেছনে বিশেষ ভূমিকা নিয়েছেন ৯৬ নং ওয়ার্ডের সায়ন্তন পাল। দীর্ঘ পরিশ্রম ও প্রচেষ্টার পর অবশেষে তাঁর উদ্যোগ সফল হলো এবং সেই পূজো আনুষ্ঠানিকভাবে ‘রানী মা’ রূপে স্বীকৃতি পেল।
এখন থেকে শান্তনু সরকার-এর মা কালী পূজিত হবেন ‘রানী মা’ নামে। স্থানীয়দের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

