নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের পাশাপাশি নিউ টাউনেও পালিত হলো নানা কর্মসূচি। এই উপলক্ষে নিউ টাউনের পঞ্চায়েত সদস্য তথা সমাজসেবী অনুপম মাইতি এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন সোনার কেল্লা পার্কের পাশে।
অনুপম মাইতির উদ্যোগে নিউ টাউন থানার আইসি এবং এনকেডিএ (NKDA)-র সিইও-র হাতে গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি নিউ টাউনের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয় তার নেতৃত্বে।
সমাজসেবার কাজে সর্বদা নিয়োজিত অনুপম মাইতি এই দিনটিকে ঘিরে বলেন, “পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে। এটি শুধু আজকের জন্য নয়, বরং বছরের প্রতিটি দিন মনে রাখতে হবে।”
তথ্য অনুযায়ী, তিনি ইতিপূর্বেও বহু গাছ বিভিন্ন স্থানে রোপণ করেছেন এবং বহু মানুষকে গাছ দান করেছেন। শুধু বৃক্ষরোপণেই থেমে থাকেননি, এদিন তীব্র গ্রীষ্মের কথা মাথায় রেখে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও শরবতের ব্যবস্থাও করেন তিনি।
এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই ধরণের উদ্যোগ আগামী প্রজন্মকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্ব পরিবেশ দিবসে নিউ টাউনে অনুপম মাইতির এই উদ্যোগ নিঃসন্দেহে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ।