মহাকুম্ভ স্নানে ঘটল পদপিষ্টের ঘটনা। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করার সময় ব্যপক হুড়োহুড়ি ঘটে তিন নদীর সঙ্গমে। এই ঘটনায় পদপিষ্ঠ হওয়ায় ঘটনা ঘটে।ঘটনায় বহু পুণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷
র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। তবে প্রশাসনের তরফে হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অমৃত স্নান বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আহতদের ভর্তি করা হয় মেলা প্রাঙ্গনের হাসপাতালেই। পদপিষ্টের ঘটনায় প্রায় ৩০ জন পুণ্যার্থী আহত হয়েছেন। বিপুল ভিড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করা হচ্ছে ৷