Wednesday, November 12, 2025
Homeখবরমালদার রতুয়ায় রহমানিয়া বিএড কলেজ প্রাঙ্গণে প্যারামেডিকেল কলেজের উদ্বোধন

মালদার রতুয়ায় রহমানিয়া বিএড কলেজ প্রাঙ্গণে প্যারামেডিকেল কলেজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ,মালদা, রতুয়া: উত্তর মালদার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দিশা দেখাতে রহমানিয়া গ্রুপ অফ এডুকেশন এক নতুন পদক্ষেপ নিল। রতুয়া ব্লকের রহমানিয়া বিএড কলেজ প্রাঙ্গণে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো প্যারামেডিকেল কলেজের।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ ড. মজিবর রহমান বলেন, “মালদার ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও প্রশিক্ষিত হওয়া প্রয়োজন। আগামী দিনে প্যারামেডিকেল শিক্ষার গুরুত্ব আরও বাড়বে, সেই ভাবনা থেকেই আমাদের এই প্রয়াস।”

রহমানিয়া গ্রুপ অফ এডুকেশনের ডিরেক্টর মশিউর রহমান জানান, একই ছাদের নিচে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি, বিএড, বি.এড, সংস্কৃত কলেজ এবং এখন প্যারামেডিকেল কোর্স চালুর মাধ্যমে মালদার ছাত্র সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এগোচ্ছে প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া বিধায়ক ও সমাজসেবী সমর মুখার্জী, বিইউএসই রাজ্য সম্পাদক দেবাশীষ দেব শর্মা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বর্তমান বাংলা বিভাগের প্রধান ড. রজত কিশোর দে, গাজোল কলেজের প্রাক্তন অধ্যক্ষসহ জেলার বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ।

দেবাশীষ দেব শর্মা বলেন, “আগে মালদার ছাত্র-ছাত্রীদের প্যারামেডিকেল পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরের মতো দূরে যেতে হতো। অর্থাভাবে অনেক মেধাবী শিক্ষার্থী সেই সুযোগ পেত না। এখন নিজেদের জেলাতেই মানসম্মত প্যারামেডিকেল শিক্ষা পাওয়া যাবে — এটি মালদার জন্য গর্বের মুহূর্ত।”

আন্তর্জাতিকভাবে একাধিক সম্মানে ভূষিত শিক্ষাবিদ ড. মজিবর রহমানের এই উদ্যোগকে জেলার শিক্ষা ও স্বাস্থ্য মহলের প্রতিনিধিরা অভিনন্দন জানান।

রহমানিয়া প্যারামেডিকেল কলেজের সূচনা উত্তর মালদার শিক্ষাক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করল — যা ভবিষ্যতে বহু তরুণ-তরুণীর জীবনে আলোর দিশা দেখাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments