Sunday, July 20, 2025
Homeখবরমুর্শিদাবাদ থেকে মহেশতলা— ইসলামিক মৌলবাদীদের হাতে হিন্দু হত্যা ও লুন্ঠনের বিরুদ্ধে উত্তাল...

মুর্শিদাবাদ থেকে মহেশতলা— ইসলামিক মৌলবাদীদের হাতে হিন্দু হত্যা ও লুন্ঠনের বিরুদ্ধে উত্তাল নিমতা, থানায় ডেপুটেশন বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :২২ জুন ‘বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ’ উত্তর দমদম শাখার উদ্যোগে নিমতা হাই স্কুল চত্বর থেকে নিমতা থানা প্রযন্ত প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানে থানার হাতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগপত্র তুলে দেওয়া হয়।রাজ্যের একাধিক জেলায় সনাতনী হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, মন্দির ভাঙচুর, সম্পত্তি লুন্ঠন, ও হিন্দু নারীদের উপর ‘লাভ জিহাদ’-এর নামে নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সরব হল ‘বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ’।
প্রতিবাদকারীদের অভিযোগ, রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, মহেশতলা-সহ একাধিক জেলায় ধারাবাহিকভাবে হিন্দুদের উপর হামলা চলছে। এ রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের মদতে ইসলামিক মৌলবাদী শক্তিরা দেশে নাশকতা ও দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। অথচ, রাজ্য প্রশাসন পুরোপুরি নীরব।এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন KNSD জেলা বিজেপি সভাপতি চন্ডিচরণ রায়, উত্তর দমদম ৩ নম্বর অঞ্চলের সভাপতি শোভন বিশ্বাস সহ বিজেপির একাধিক নেতা ও কর্মীবৃন্দরা।
মঞ্চের পক্ষ থেকে সুমন বিশ্বাস ও পিংকি পাল প্রশাসনের কাছে আহ্বান জানান, যেন উত্তর দমদম এলাকায় মৌলবাদী কার্যকলাপ ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments