নিজস্ব প্রতিনিধি: শম্পা ঘোষ, সোদপুর:খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোদপুর বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের শ্যামা মায়ের আরাধনা। এবারের থিম— “এক টুকরো দার্জিলিং এর ছোঁয়া”।
উত্তর ২৪ পরগণার অন্যতম জনপ্রিয় এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। প্রতি বছরের মতোই পানিহাটি ২৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দম বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এই পুজোয় থাকবে বিশেষ আকর্ষণ প্যান্ডেল এবং প্রতিমা। এবারের থিম অনুযায়ী দর্শনার্থীরা ঘরের কাছেই উপভোগ করতে পারবেন দার্জিলিংয়ের আবহ—বরফে মোড়া পাহাড়, টয় ট্রেন, রোপওয়ে ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উপস্থাপন।
এই বছরের পুজোতে পা দিল ২৮ তম বর্ষে। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CIC তীর্থঙ্কর ঘোষ, চেয়ারম্যান সোমনাথ দে, গোবিন্দ দাস-সহ সমগ্র এলাকাবাসী। পুজোর শুভারম্ভে উৎসবের রঙে রাঙিয়ে উঠেছে সমগ্র বিদ্যাসাগর পল্লী।
আয়োজকদের মতে, প্রতিবছর এই পুজোয় থিমের নতুনত্ব ও শৈল্পিক সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে, আর এবছরের “দার্জিলিং-এর ছোঁয়া” নিঃসন্দেহে সেই ধারাকে আরও উজ্জ্বল করবে।

