Wednesday, November 12, 2025
Homeখবরহরিশ্চন্দ্রপুরে বিবেকানন্দ শিশু অঙ্গনের শিক্ষণ প্রশিক্ষণ শিবিরে শিক্ষকদের অংশগ্রহণ, উপস্থিত স্বামী তপা...

হরিশ্চন্দ্রপুরে বিবেকানন্দ শিশু অঙ্গনের শিক্ষণ প্রশিক্ষণ শিবিরে শিক্ষকদের অংশগ্রহণ, উপস্থিত স্বামী তপা হরানন্দ মহারাজ সহ বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ :মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকের তুলসীহাটা গ্রামে বিবেকানন্দ শিশু অঙ্গন তুলসীহাটার ৩৮তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক অত্যাধুনিক টিচার ওরিয়েন্টেশন ক্যাম্প বা শিক্ষণ প্রশিক্ষণ শিবির। প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন এই প্রশিক্ষণ শিবিরে।

উদ্বোধন করেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপা হরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন শিশু চিন্তক ও শিক্ষাবিদ দেবাশীষ দেব শর্মা (রাজ্য সম্পাদক, বেঙ্গল আন-এডেড স্কুল অর্গানাইজেশন), ন্যাশনাল এডুকেশন ফোরামের সেক্রেটারি ড. গীতাঞ্জলি মুখার্জী, এবং কচি মন শিশু অঙ্গনের প্রধান শিক্ষিকা মানসী দেব শর্মা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পূর্ণিমা ভট্টাচার্য।

দেবাশীষ দেব শর্মা নতুন শিক্ষা নীতি (New Education Policy)-র উপর ভিত্তি করে শিশুদের গড়ে তোলার পদ্ধতি, শিক্ষিকাদের আচরণ, উচ্চারণ ও নীতিশিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। স্বামী তপা হরানন্দ মহারাজ শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকা এবং ভ্যালু এডুকেশন ও মরাল এডুকেশন-এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। ড. গীতাঞ্জলি মুখার্জী বলেন, “শিশুদের মুখস্তবিদ্যার মধ্যে না রেখে প্র্যাকটিক্যাল ও আনন্দময় উপায়ে মেধা বিকাশ ঘটাতে হবে।”
এই শিবিরে উপস্থিত টিচার্সরা সকলে অংশগ্রহণ করেন ও নিজেদের যোগ্যতার পরিচয় দেন। তাঁরা নতুন দৃষ্টিভঙ্গি ও উৎসাহ নিয়ে শিশু শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন।এই অনুষ্ঠানের সাফল্যের পেছনে বিশেষ ভূমিকা নেন ক্লাবের সভাপতি দিলীপ কুমার গুপ্তা, সম্পাদক সঞ্জয় কুমার গুপ্তা, সহ-সম্পাদক রাজকুমার রাম, এবং সদস্য গোপালজি রাম ও অভিজিৎ গুপ্তা। তাঁদের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরটি শুধু শিক্ষিকাদেরই নয়, গোটা হরিশ্চন্দ্রপুর অঞ্চলের শিক্ষাক্ষেত্রকে নতুন দিশা দেখাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments