Tuesday, January 21, 2025
Homeকলকাতা৩ মাস থেকে ৩৬ মাস বয়সি ক্ষুদে প্রতিযোগিরা হাঁটলেন ৱ্যাম্পে।

৩ মাস থেকে ৩৬ মাস বয়সি ক্ষুদে প্রতিযোগিরা হাঁটলেন ৱ্যাম্পে।

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :১৪ই ডিসেম্বর বাচপান কিডস ফ্যাশন শো অনুষ্ঠিত হলো খড়দহ বাচপান প্লে-স্কুল প্রাঙ্গণে।
৩ মাস থেকে ৩৬ মাস বয়স পর্যন্ত রহড়া এবং খড়দহ অঞ্চলের ১০০জন অংশগ্রহণকারি শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দুটো বিভাগে ফ্যাশন শো আয়োজন করেছেন
৩ মাস থেকে ১৮ মাসের বাচ্চাদের গ্রুপ এবং ১৮ মাস থেকে ৩৬ মাস বাচ্চাদের গ্রুপ। বাচপান সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রায় বারোশোর ওপরে স্কুল পরিচালনা করে “S. K Education Group”,নিউ দিল্লী। বাচপান স্কুল ছোটদের সামগ্রিক বিকাশের পরিধি বাড়াতে বাচ্চাদের নিয়ে নতুন নতুন চিন্তাভাবনা করে থাকে।খড়দহ বাচপান স্কুলের এই অভিনব চিন্তাধারা থেকে খুদেরা ফ্যাশন শো’য়ে অংশগ্রহণ করে ৱ্যাম্পে হাঁটবেন এটা বিশ্ময়াকর ভাবনা হলেও অসাধারণভাবে খুদেরা ঝলমলে পোশাকে সেজে ৱ্যাম্পে হেঁটেছে। ফ্যাশন শো শেষে শিশুদের গেম শো এবং শিশুদের জন্য উপহারের আয়োজন ছিলো।
ফ্যাশন শো তে বিচারক হিসেবে ছিলেন , অভিনেত্রী তথা সিঙ্গার প্রণতি সাহা, মডেল সুদীপ্ত দেবনাথ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পিয়ালী কাঞ্জিলাল চেয়ারপারসন,রাজিব সেন(ম্যানেজিং ট্রাস্টি ),অনুসূয়া ঘোষ(এডমিন হেড ),চৈতালি রায় (কোয়ালিটি এডমিন )’বর্ণালী মল্লিক (বিজনেস ডেভেলপমেন্ট এডমিন ),সুকুমার সাহা (একাউন্ট হেড অ্যাডমিন ),শর্মিষ্ঠা ঘোষ (সেন্টার কো-অর্ডিনেটর),সত্যজিৎ দাস
সেন্টার সুপারভাইজারডঃ গৌতম মুখার্জী,ডঃ সৌমিক চ্যাটার্জী,ডঃ শ্রেয়া সামন্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিপিকা ঘোষ ( St. Xavier institute Panihati & Ruiya)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments