Monday, March 24, 2025
HomeকলকাতাBachpan Global Play School-Khardaha Branch

Bachpan Global Play School-Khardaha Branch

বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী স্বাধীনতার বার্ষিক প্রয়াসের মাধ্যমে ছোট ছোট শিশুদের বিশেষ করে ফিমেল চাইল্ড, তাদের শিক্ষার প্রসার এবং তাদের সমাজ সচেতনতার মাধ্যমে সংস্থার কর্ণধার রাজিব সেন এবং পিয়ালী কানজিলাল সমাজের বুকে একটি নিদর্শন সৃষ্টি করলো। প্রায় শতাধিক মা-বাবা এবং তাদের শিশুদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে যোগদান করে বাচপান স্কুলের এই ক্ষুদ্র প্রয়াস কে সাফল্য মন্ডিত করলো। রাজ্য মানবাধিকার কাউন্সিল পাবলিক বোর্ডের উত্তর ২৪ পরগনা জেলার মহিলা সভাপতি শ্রীমতি, পিয়ালী কাঞ্জিলাল মহাশয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক বোর্ডের সহ-সম্পাদক শ্রী রাজীব সেন মহাশয় তাদের বক্তব্যের মাধ্যমে নারী জাগরণকে উদযাপিত করেন। এইসব পিছিয়ে পড়া নারীদের সমাজের বুকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস জাতীয় মানবাধিকার কাউন্সিল পশ্চিমবঙ্গ শাখা যেভাবে জাগ্রত করে চলেছে তার জন্য মানবাধিকার কর্মীদের বাহবা দেন। এবং এও বলেন আগামী দিনে এই স্কুলের শিশুরা হবে সমাজের ভবিষ্যৎ তাই সঠিকভাবে তাদের দিকনির্দেশন করাই এই স্কুলের প্রধান ভূমিকা। বাচপান স্কুল ভারতবর্ষের সব শহরেই অবস্থিত। পশ্চিমবঙ্গে ২০২৪ সে পা রেখে এই মুহূর্তে ১৫ টির বেশি স্কুল সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। শিক্ষার পাশাপাশি সামাজিক পরিকাঠামো গড়ার যে সঠিক লক্ষ্য এই স্কুল নিয়েছে আগামী দিনে শিক্ষার শহর খড়দহের বুকে আলোড়ন সৃষ্টি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments