বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী স্বাধীনতার বার্ষিক প্রয়াসের মাধ্যমে বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ,নারী শিক্ষার প্রসার এবং সচেতনতার মাধ্যমে “আওয়ার ফ্রেন্ডস ইন নিড সোসাইটি” তাদের 25 বছর ধারাবাহিক জন্মদিন পালনের মাধ্যমে “চৌমুহা গার্লস হাই স্কুল” বাদু রোড সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার পিছিয়ে পড়া গ্রাম গুলির সচেতনতা বৃদ্ধি করে সংস্থার কর্ণধার সৌরভ এবং রনিতা সমাজের বুকে একটি নিদর্শন সৃষ্টি করলো। প্রায় শতাধিক কিশোরী এই অনুষ্ঠানে যোগদান করে “আওয়ার ফ্রেন্ডস ইন নিড সোসাইটি” প্রয়াস কে সাফল্য মন্ডিত করলো। রাজ্য মানবাধিকার কাউন্সিল পাবলিক বোর্ডের উত্তর ২৪ পরগনা জেলার মহিলা সভাপতি শ্রীমতি, পিয়ালী কাঞ্জিলাল মহাশয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক বোর্ডের সহ-সম্পাদক শ্রী রাজীব সেন মহাশয় তাদের বক্তব্যের মাধ্যমে নারী জাগরণকে উদযাপিত করেন। এইসব পিছিয়ে পড়া নারীদের সমাজের বুকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস রনিতা এবং সৌরভ জাগ্রত করছেন তার জন্য তাদেরকে বাহবা দেন।
@highlight