Monday, March 24, 2025
Homeখবরআধুনিক স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতাল সামগ্রীর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ প্রদর্শনী SMC MedExpo...

আধুনিক স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতাল সামগ্রীর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ প্রদর্শনী SMC MedExpo ২০২৫

নিজস্ব প্রতিনিধি মৌ ঘোষ:শান্তিনিকেতন তিনদিন ব্যাপী শুরু হতে চলেছে মেডিকেল মেগা ইভেন্ট। শান্তিনিকেতন কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই ইভেন্ট

“অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে থাকছে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সরাসরি প্রদর্শনী, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, এবং স্বাস্থ্য পরিষেবা খাতে প্রযুক্তির ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা।এই প্রদর্শনীতে অংশ নেবেন ২,০০০-এরও বেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ, ১৫০-র বেশি স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ১০০-রও বেশি ওষুধ কোম্পানি।”

*”রোগীদের জন্য থাকছে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ। বিশেষ করে, এশিয়ার খ্যাতনামা লিভার ট্রান্সপ্লান্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডঃ সুরেশ কুমার সিংভী ১লা ও ২রা মার্চ উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।এছাড়াও, অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনীতে থাকবে এআই-ভিত্তিক চিকিৎসা সমাধান, হাসপাতাল ব্যবস্থাপনায় অটোমেশন এবং উন্নত রোগ নির্ণয়ের প্রযুক্তির উপর বিশেষ আলোচনা।”

“বিশেষজ্ঞদের প্যানেল আলোচনায় উঠে আসবে—”রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা।হাসপাতাল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার।রোগীর যত্নে উন্নত উদ্ভাবন ও নতুন প্রযুক্তির প্রয়োগ।তিন দিন ব্যাপী এই প্রদর্শনীতে লাইভ ডেমোনস্ট্রেশন ও বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরা হবে, যা আগামী দিনের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে।এছাড়াও ১লা মার্চ ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেসের পরিচালনায় ছয় দেশের শতাধিক বিজ্ঞানীর উপস্থিতিতে ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের শুভ উদ্বোধন হবে।
“উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রচারের লক্ষ্যে SMC MedExpo ২০২৫ এক যুগান্তকারী উদ্যোগ হয়ে উঠতে চলেছে।তাই, আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা খাতে নতুন উদ্ভাবনের সাক্ষী হতে চাইলেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments