নিজস্ব প্রতিনিধি, সম্পা ঘোষ ১৫ই মে, ২০২৫: সমাজের প্রান্তিক ও ব্রাত্য মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল ‘হরিদেবপুর নৃত্যঞ্জলি’। বুধবার হরিদেবপুরে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাসিড আক্রান্ত পাঁচজন সাহসিনী নারীর অংশগ্রহণ। তাঁদের মধ্যে চারজন নৃত্য পরিবেশন করেন এবং একজন কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের ব্রাত্যদের প্রতি সহমর্মিতা ও সমানাধিকারের বার্তা তুলে ধরা—তাঁদের জীবনে ফিরে আসুক আলো, ভরসা এবং মর্যাদা।
নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় কীভাবে অবহেলিত মানুষের জীবনেও নেমে আসতে পারে আনন্দের ছোঁয়া। উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় অংশগ্রহণকারীদের প্রাণভরা পরিবেশনা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় পারফর্মার অপরাজিতা গাঙ্গুলি। তাঁর অনবদ্য পরিবেশনা অনুষ্ঠানকে পৌঁছে দেয় এক অন্য উচ্চতায়।
পুরো অনুষ্ঠানের কোরিওগ্রাফি ও পরিচালনার দায়িত্বে ছিলেন বিজয় দেব। সঞ্চালনায় ছিলেন মৌ গুহা।
এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় এবং অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তোলে—এমনটাই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা